আজকে আমি আপনাদের একটা প্লাগইনের কথা জানাবো। যা সত্যি জটিল একটা জিনিষ। এই প্লাগ-ইন দিয়ে গান শুনে বা ছবির শব্দ শুনে এক কথায় ফিদা হয়ে যাবেন। আপনি যদি একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনেন তারপর আর এই প্লাগ-ইন ছাড়া গান শুনে মজা পাবেন না।
এই প্লাগ-ইন আপনার সাউন্ডে কিছু ইফেক্ট দিবে যা সত্যি চমৎকার। শুধু ইফেক্টই না আপনার সাউন্ড কোয়ালিটি বাড়ানোর সাথে সাথে সাউন্ডের ভলিউমও বাড়াবে। আপনি এটি স্পিকার ছাড়াও হেডফোনেও ব্যবহার করতে পারবেন।এই প্লাগ-ইন দিয়ে 3D Sound ইফেক্ট দিতে পারবেন। হেডফোন দিয়ে গান শুনে মজা এবং আরাম দুইটাই পাবেন। বিভিন্ন কালারের স্কিন পাবেন।
এই প্লাগ-ইন যে সব প্লেয়ারে সাপোর্ট করে তা হলোঃ
* * Windows Media Player (32-bit)
* * Windows Media Player (64-bit)
* * Winamp
* * RealPlayer
* * J. River Media Center
* * Musicmatch Jukebox
* * iTunes New!
প্রত্যেক প্লেয়ারের জন্য আলাদা আলাদাভাবে প্লাগ-ইন দেয়া আছে। আপনার যেটা দরকার সেটা ইন্সটল করে নিবেন। আমি Windows Media Player & Winamp এ ব্যবহার করে দেখেছি। আর বাকি গুলার কথা বলতে পারছি না।
যে সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করেঃ
Windows NT/2000/XP/Vista and Win7 (32/64-bit)
এটির কার্যকারিতা বুঝতে চাইলে একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনে দেখুন আর আরেকবার প্লাগ-ইনটি off করে শুনে দেখুন। তাহলেই পার্থক্য বুঝতে পারবেন। :P
ডাউনলোড লিঙ্কঃ
DFX Audio Enhancer 9.211
Full version করবেন যেভাবেঃ
* প্রথমে ফাইলটি আনজিপ করে নিন।
* এখন প্লাগ-ইনটি install করে নিন।
* তারপর প্লাগ-ইনটি ক্লোজ করে দিন।
* এরপর keygen নামের ফাইলটি ওপেন করুন।
* এখানে আপনার প্লেয়ারটি select করে Generate বাটনে ক্লিক করুন।
* ব্যস হয়ে গেল Full version। আর হ্যা এটি মাত্র 19MB।
তাহলে আর দেরি কেন? এখনই মজা লুটুন ;) আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

0 comments:
Post a Comment