Related Posts with Thumbnails

একজনের মাথা কেটে আরেকজনের মাথায় লাগান!!!!(যাদু নয় সত্যি!!!)



কী অবাক হচ্ছেন? ভাবছেন মাথা কেটে আবার জোরা লাগাবো কি করে? এটা শুধু যাদুতে হয় বাস্তবে সম্ভব নাকি? হ্যা আমি বলছি এটা করা সম্ভব আর সেটা যাদু না জেনেই! তবে আবার ভেবে বসবেন না যে আমি সত্যি মানুষের মাথা কাটি আর তা জোরা লাগাই। বাস্তবে এটা সম্ভব না তবে ছবির মাধ্যমে খুবই সম্ভব ;)

এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন যে, আমি ছবির কথা বলছি। হ্যা আমি ছবির মাথা কেটে অন্য আরেকজনের ছবিতে জোরা লাগানোর কথাই বলছি। Face Off Max নামের এই সফটওয়্যারে মাধ্যমে আপনি খুব সহজেই এক ছবির মাথা কেটে আরেক ছবির মাথায় জোরা লাগাতে পারবেন। যেমন ধরুন আপনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাথা কেটে সেখানে আপনার নিজের মাথা কেটে জোরা লাগাতে পারবেন :P । এটা আবার বাস্তবে বারাক ওবামার মাথায় প্রয়োগ করতে যাইয়েন না তাহলে কিন্তু পুলিশে আপনার মাথা কেটে ওসামা বিন লাদেনের মাথা লাগাইয়া দিব!!

এবার আমার কাজ দেখেন। আমি টেকটিউন্স নিয়া বিল গেটস এর সাথে কেমন বিতর্ক করেছি তার প্রমান দেখুন।

বিল গেটস এর পাশে ঐটা কিন্তু আমি!!!!!

যাই হোক এর চেয়েও আপনারা আরও অনেক অনেক বেশী মজা করতে পারবেন।
ভাবছেন কিভাবে করবেন? খুব কঠিন মনে হয়। আসলে কিন্তু খুব সোজা। শুধু ছবি যোগ করে Next করে করে কাজ শেষ করুন। ব্যস হয়ে যাবে।
আপনি শুধু ছবির মাথাই না সাথে টেক্সট এবং Balloon ও যোগ করতে পারবেন যেমন আমিও করেছি। ব্যবহার করা খুব সহজ তাই বিস্তারিত আর বললাম না। আর তাছাড়া এই সফটওয়্যারের কাজ কি করে করতে হয় তা চিত্র দিয়ে ঐখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে। শুধু নির্দেশনা গুলো অনুসরন করলেই চলবে।

ডাউনলোড লিঙ্কঃ

CoolwareMax Face Off Max 3.1.0.2

Full Version যেভাবে করবেনঃ

প্রথমে আনজিপ করে নিন।
তারপর ক্রেক ফাইলটি ইন্সটল ফোল্ডারে রিপ্লেস করুন।
এখন ইন্টারনেট কানেকশন ডিসেবল করুন।
Keygen ফাইলটি ওপেন করে Generate বাটনে ক্লিক করুন।
Sn এ যেটা পাবেন তা ঐ সফটওয়্যারের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করুন।
তারপর একটি কোড পাবেন যা Keygen ফাইলের Code নামের বক্সে পেষ্ট করুন।
আবার Generate বাটনে ক্লিক করুন।
এখন যে Unlock code পাবেন তা আগের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করে দিন।
ব্যস Full Version হয়ে গেল!

আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

0 comments:

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment

 
Home | Gallery | Tutorials | Freebies | About Us | Contact Us

Copyright © 2009 Life is Enjoy |Designed by Templatemo |Converted to blogger by BloggerThemes.Net | Reviewed by Blogger Templates

Usage Rights

DesignBlog BloggerTheme comes under a Creative Commons License.This template is free of charge to create a personal blog.You can make changes to the templates to suit your needs.But You must keep the footer links Intact.