আমাদের অনেক সময় ছবি বা ওয়ালপেপার ডাউনলোড করার প্রয়োজন পরে। তখন সাধারনত আমরা গুগলের ইমেজ থেকে সার্চ করে ডাউনলোড করে থাকি। তবে সবসময় মনের মতো বা সঠিক সাইজের ইমেজ খুজে পেতে অনেক কষ্ট হয়। তাছাড়া সময়ও অনেক লাগে। আর তাই খুব সহজে যাতে আপনারা ইমেজ খুজে পেতে পারেন তার জন্য আমার আজকের টিউন। আমি যে সফটওয়্যারের কথা জানাবো তার নাম হলো Google Image Downloader।
Google Image Downloader এর সুবিধাঃ
* এটি ব্যবহার করা খুব সহজ।
* ইন্সটল করার ঝামেলা নেই।
* প্রয়োজনিয় সাইজের ইমেজ সিলেক্ট করে সার্চ।
* পছন্দ অনুযায়ি ইমেজ ডাউনলোড।
* ডেস্কটপ থেকেই ডাউনলোড করা যায় ব্রাউজ না করেই।
* আর এসব কিছুই ফ্রী!!!!! ইত্যাদি ইত্যাদি।
ডাউনলোড লিঙ্কঃ
Google Image Downloader 1.2.2
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

0 comments:
Post a Comment